কেন আলোর ঝলক বিজ্ঞানবাক্সটি আপনার সন্তানের দরকার?
- আলো সম্পর্কিত ২৫টি সায়েন্স এক্সপেরিমেন্ট করতে পারবে।
- নতুন এক্সপেরিমেন্ট তৈরি করে সায়েন্স ফেয়ারে অংশগ্রহণ করতে পারবে।
- মুখস্থ বিদ্যা থেকে বের হয়ে আসতে পারবে।
- এ এক্সপেরিমেন্টগুলো বিভিন্ন ক্লাসের বিজ্ঞান বইতে ওরা পড়ছে কিংবা ভবিষ্যতে পড়বে।
- হাতে কলমে করার ফলে আলো সম্পর্কিত বিষয়গুলো খুব ভাল করে বুঝতে পারবে ।
আলো সম্পর্কিত যে বিষয়গুলো ভালভাবে বুঝতে পারবেঃ
১। আলোর প্রতিফলন
২। আলোর প্রতিসরণ
৩। আলোর বিচ্ছূরণ
৪। নিউটনের বর্ণ চাকতি
৫। মৌলিক রং
৬। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
৭। দর্শনাভূতির স্থায়িত্বকাল
৮। আলোক সংবেদিতা
৯। আলো শোষণ
এক্সপেরিমেন্টগুলির সাথে কি পাঠ্যবইয়ের বিভিন্ন বিষয়ে মিল আছে?
প্রতিটি এক্সপেরিমেন্টই চতুর্থ থেকে দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের কোন না কোন অধ্যায়ের সূত্র অনুসারে তৈরি করা। তাই যে বয়সেই আপনি সন্তানকে আলোর ঝলক বিজ্ঞান বাক্সটি দেন না কেন ওর দারুণ ভাবে কাজে আসবে এবং এক ধাপ এগিয়ে থাকবে।
- ৯ টি এক্সপেরিমেন্ট – ৬ষ্ঠ শ্রেণির বিজ্ঞান বই সংশ্লিষ্ট
- ৬ টি এক্সপেরিমেন্ট – ৮ম শ্রেণির বিজ্ঞান বই সংশ্লিষ্ট
- ১০ টি এক্সপেরিমেন্ট – ৯ম এবং দশম শ্রেণির বিজ্ঞান বই সংশ্লিষ্ট
কী কী উপকরণ আছে আলোর ঝলকে?
আলোর ঝলক বিজ্ঞানবাক্সের উপকরণগুলি হলো-
১ পিনহোল ক্যামেরা বক্স
২। বাউন্সিং বল
৩। আয়না
৪। পেরিস্কোপ বক্স
৫। ক্যালাইডোস্কোপ বক্স
৬। ফ্ল্যাশ লাইট
৭। স্ট্রোবোস্কোপ
৮। মোটর
৯। উত্তল লেন্স
১০। ব্যাটারি এবং কেসিং
১১। বর্ণ চাকতি
১২। মজার চশমা
আরো অনেক কিছু।
কী কী করা যায় এগুলো দিয়ে? আলোর বিভিন্ন তত্ত্ব, যেমন প্রতিফলন, প্রতিসরণ ইত্যাদি সূত্র ব্যবহার করে মোট ২৫টি এক্সপেরিমেন্ট করা যায়।
https://www.youtube.com/watch?v=zUaOlynfXMg
https://www.youtube.com/watch?v=e6FK246Ym6Y