MT8870 DTMF Module দূর নিয়ন্ত্রিত Robotics অথবা Home Automation প্রোজেক্টের জন্য ব্যবহার করা যেতে পারে । দূর নিয়ন্ত্রিত device হিসাবে বহূল ব্যবহৃত Bluetooth অথবা RF এর working range খূবই সীমিত হয়ে থাকে । যদিও long distance এ remote device নিয়ন্ত্রন করার জন্য IOT Based ডিভাইস ব্যবহার করা যেতে পারে । কিন্তু সে ক্ষেত্রে সার্বক্ষণিক device টিতে ইন্টারনেট সংযোগ নিশ্চিত করার প্রয়োজন পড়ে ।
এসকল দিক বিবেচনা করে, খুব কম খরচের ভিতর MT8870 DTMF Module টি আপনার প্রোজেক্টের জন্য উপযুক্ত একটি ডিভাইস হিসাবে ব্যবহার করা যেতে পারে । এ ক্ষেত্রে আপনার cell phone এর network আছে এমন যে কোন দূরত্ব পর্যন্তই আপনি আপনার Load টিকে নিজের control এ রাখতে পারবেন । বর্তমান সময়ে cell phone এর নেটওয়ার্ক নেই, এমন কোন জায়গাই হয়তো খুজে পাওয়া যাবে না । তাই বলা যেতেই পারে MT8870 DTMF Module এর working range সমগ্র পৃথিবীর জুড়েই ।
MT8870 DTMF Module মূলত cell phone এর Dual Tone Multi-Frequency টেকনিক ব্যবহারের মাধ্যমে DTMF tone কে decode করে তার জন্য corresponding 4-বিটের বাইনারী সংখ্যা তৈরী করে । এই আউটপুট পিন চারটিকে Relay অথবা Logic Control যে কোন device এর সাথে ব্যবহার করে micro-controller ছাড়াই খুব সহজে চারটি ভিন্ন ভিন্ন লোডকে নিয়ন্ত্রন করা সম্ভব ।
অতিরুক্ত ডিভাইস control অথবা বেশি flexibility এর জন্য micro-controller ব্যবহার করা যেতে পারে । যেতেতু MT8870 DTMF Module ডিজিটাল আউটপুট দেয়, তাই যে কোন ধরণের micro-controller ব্যবহারে তা সহজেই readable । এবং এক্ষেত্রে আপনি 16-টি ভিন্ন ভিন্ন লোডকে নিয়ন্ত্রন করতে পারবেন ।
Package Includes:
- 1 x MT8870 DTMF Module
- 1 x 3.5mm Male-Male Stereo Audio Jack
Warranty and Replacement:
- 1 Year Service Warranty (That means if any product made by Techshopbd gets damaged by the customer, the customer has to pay only for the damaged component(s) of the product to repair. The component(s) must be available at our website.)