Dot matrix Breakout Board (Red) 1.5" এটি একটি ৮x৮ LED ডট মেট্রিক্স দিয়ে তৈরি বোর্ড। যার প্রতিটি Row ও Column পিন গুলো আলাদা ভাবে বের করা আছে। C1-C8 হলো কলাম ১ থেকে ৮। অনুরুপভাবে R1-R8 হলো Row ১ থেকে ৮।
ব্যবহারের পূর্বে রেজিস্টর কানেক্ট করে নিতে হবে যে কোন এক দিকে ৮টি। Row কিংবা Column এ।