Automatic Battery Charge Controller মূলত 12V এর Sealed Lead Acid (SLA) Battery কে charge up করার জন্য, উপযুক্ত করে তৈরী করা হয়েছে ।
সার্কিটে Half-Wave Rectifier এবং Electrolytic Capacitor ব্যবহার করা হয়েছে Step Down Transformer এর AC আউটপুটকে DC তে convert করার জন্য । তাই সার্কিটের ইনপুটে আপনি সরাসরি Transformer ব্যবহার করতে পারবেন ।
12V ব্যাটারীর Full Charged Voltage কে 14.4V হিসাব করে Design করা হয়েছে । তাই ব্যাটারীর voltage যখনই 14.4V হয়ে যাবে, তখনই ব্যাটারী Transformer থেকে চার্জ নেওয়া বন্ধ করে দিবে । এতে করে ব্যাটারী over charging এর কারনে ফুলে যাওয়া বা damaged হওয়া থেকে নিরাপদ থাকবে ।
প্রায়শই দেখা যায় SLA Battery কিছুদিন ব্যবহারের পর Full Charge Voltage আর 14.4V এ rise হয় না । অর্থাৎ Maximum Charged Voltage এ সময়ে 12V, 10V বা অনেক সময় তারচেয়েও কমে আসে । তাই Full Charged Voltage কে customized করার জন্য সার্কিট টিতে একটি Variable Potentiometer ও রাখা হয়েছে । সুতরাং আপনি চাইলে Jumper Selector এর পজিশন পরিবর্তন করে Full Charged Voltage কে 14.4V থেকে customized করে কমিয়ে বা বাড়িয়েও নিতে পারবেন ।
Automatic Battery Charge Controller কে আপনি দুইটি ভিন্ন ভিন্ন mode এ অপারেট করতে পারবেন । Jumper Selector এর পজিশন পরিবর্তন করে এই mood selection করা যাবে ।
Live Power Output Mode (ON):
এই mode এ ব্যাটারী একই সময়ে charge হবে এবং পাশাপাশি Input Voltage কে Output এ ব্যবহার করতে পারবেন । তাই এই mode এ বিদ্যুৎ থাকুক বা নাই থাকুক, আউটপুট সবসময় ON থাকবে । অর্থাৎ বিদ্যুৎ থাকলে আউটপুটে আপনি Transformer এর Voltage পাবেন । অপরদিকে বিদ্যুৎ না থাকলে আউটপুটে Battery এর Voltage পাবেন । তাই এই mode এ আপনি একটি DC IPS এর feature পাবেন ।
Live Power Output Mode (OFF):
এই mode এ বিদ্যুৎ থাকলে আউটপুট বন্ধ থাকবে এবং ব্যাটারী এসময় চার্জ হতে থাকবে । কিন্তু বিদ্যুৎ চলে গেলেই আউটপুট ON হয়ে যাবে । তাই এই mode ব্যবহার করে আপনি লোডশেডিং এর সময় DC Fan অথবা DC Light চালু রাখতে পারবেন ।
You'll also need:
Input Voltage: 12V (AC or DC)
Input Current: 3A (Depends on battery charging current.)
Output Voltage: 12V DC (Depends on Battery Voltage and Charging Voltage)
Output Current: Maximum 10A (Depends on the selected source and load)
Live Power Output Mode (OFF):
------------------------------------------
এই মুডে power source হিসাবে ব্যবহৃত হবে battery । আপনার লাইটের power rating এর জন্য প্রতিটি লাইটের জন্য কারেন্ট প্রয়োজন হবে 0.42A । এবং 10-টি লাইটের জন্য 10*0.42=4.2A । কিন্তু এই চার্জারটি maximum 10A পর্যন্ত Load নিয়ন্ত্রন করতে পারবে । তাই আপনার ব্যবহৃত battery এর discharged current rating যদি 4.2A বা তার বেশি হয় তাহলে 12V 5W এর 10-টি লাইট অপারেট করতে কোনই সমস্যা হবে না ।
Live Power Output Mode (ON):
-------------------------------------------
এই মুডে বিদ্যুৎ থাকলে power source হিসাবে ব্যবহৃত হবে charger/adapter/transformer এর পাওয়ার। এই পাওয়ার কে দুইভাগে বিভক্ত করা হয়েছে একটি battery কে চার্জ করার জন্য এবং অন্যটি load কে active রাখার জন্য । এই মুডে maximum output current কে 1A এ limited করা হয়েছে । কারণ এ সময়ে battery কে charge করার জন্য maximum current কে priority দেওয়া হয়েছে । যাতে করে battery টি দ্রুত charged হয়ে যেতে পারে । সুতরাং এই মুডে আপনি সর্বচ্চো 2-টি লাইটকে active রাখতে পারবেন ।
Transformer কত ampere ব্যবহার করতে হবে, সেটি নির্ভর করবে আপনার ব্যাটারীর maximum charging current এর উপর ।
-RL+ এইটা কিসের লাইন ?
বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন।
লিংক: https://blog.techshopbd.com/automatic-battery-charge-controller/