- Home
- >
- AVR Programmer
- >
- AVR Programmer R2
AVR Programmer R2
Model : PRG-00029
Supplier : Techshop Bangladesh
TechshopBD, Bangladesh
AVR মাইক্রোকন্ট্রোলারকে প্রোগ্রাম করার জন্য এটি USB in-circuit প্রোগ্রামার। এটি firmware-only USB driver ব্যবহার করে তাই কোন বিশেষ USB controller প্রয়োজন হয় না।
ফিচার
- Linux, Mac OS X and Windows - সব প্লাটফর্মে কাজ করে।
- সকল AVR মাইক্রোকন্ট্রোলার সাপোর্ট করে।
- প্রোগ্রাম আপলোড করার সময় 5kBytes/sec পর্যন্ত স্পীড পাওয়া যায়।
- কম Clock speed এর মাইক্রোকন্ট্রোলার এর জন্য Slow SCK অপশন আছে।
যা যা সাথে থাকছে
- Programmer
- USB Cable
- User Manual DVD (প্রয়োজনীয় সফটওয়্যার সহ)
Windows Driver: Documents থেকে ডাউনলোড করুন অথবা এখানে ক্লিক করুন।
Windows 10 / 11 এ Driver ইন্সটল করার পদ্ধতি
প্রথমে "Driver signature enforcement" কে Disable করে নিতে হবে। এজন্য নিচের পদ্ধতি অনুসরণ করুন।
Step-1: Start>Update & security>Recovery>Restart now
Step-2: Troubleshoot>Advanced options>Startup Settings>Restart
Step-3: Windows রিস্টার্ট হওয়ার পরঃ 7) Disable driver signature enforcement
Step-4: Press F7 to disable driver Signature enforcement
এরপর পিসি স্টার্ট হওয়ার পর স্বাভাবিক নিয়মে InstallDriver.exe তে ক্লিক করে Driver ইন্সটল করুন।
ওয়ারেন্টি
১ বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং ৩ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি।





